• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

কালীগঞ্জে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন ও সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

স্বাধীন ভোর ডেস্ক / ৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শুক্রবার, ৭ জুন, ২০২৪

রবিউল ইসলাম , ঝিনাইদহ
উন্নত পল্লী, উন্নত দেশ,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এ প্রতিপাদ্যে কে সামনে রেখে ঝিনাইদহের কালিগঞ্জে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন ও সামগ্রী বিতরণ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালিগঞ্জের বালিয়াডাঙ্গা মঙ্গলযান শেখ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুইশত ছাত্রী নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। এ সময় আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন,কুষ্টিয়া মেডিকেল কলেজের ডাক্তার, মনিরা ইসলাম মনি,এসএমসির সেল্স ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন ও সেল্স প্রমোশন, এ্যাক্সিকিউটিভ কাজি নজরুল। উপজেলা পল্লি উন্নয়ন খাইরুল হকের এর সহযোগিতায় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন অফিসার আসমা পারভীন। অনুষ্ঠানে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ২য় পর্যায় আওতায় এ প্রশিক্ষণ দেয়া হয় কিশোরীদের। এ সময় অতিথি বৃন্দরা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য কিশোরীদের পরিচ্ছন্নতা, মাসিক কালীন ব্যবস্হাপনা,সঞ্চয় মনোভাব বৃদ্ধি,বৃক্ষরোপণ উৎসাহিত করা, বয়ঃসন্ধিকাল,বাল্যবিবাহ,নারিনির্যাতন সহ বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য রাখেন। পরে কিশোরী ক্লাবের ছাত্রীদের হাতে বিভিন্ন উপকরন তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা । শেষে প্রশিক্ষণার্থী দের মাঝে সেনেটারি ন্যাপকিন, জয়া,গাছের চারা ও ছয়জনকে চেক প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ