• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

কুষ্টিয়া থেকে ঢাকা-খুলনার ট্রেন চলাচল শুরু ভাড়ার পরিমাণ

স্বাধীন ভোর ডেস্ক / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

কুষ্টিয়া প্রতিনিধি
কোর্ট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে প্রথমবারের মতো ছেড়ে গেল ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন।বুধবার (১ নভেম্বর) রাত ১টা ৩৫ মিনিটে কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্লাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়।এরআগে রাত একটা ২৭ মিনিটে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট অতিক্রান্ত করে ট্রেনটি। এসময়ও উৎসুক জনতা ট্রেনটি দেখতে ভীড় জমায়। এছাড়াও কোর্ট ষ্টেশনেও যাত্রীদের পাশাপাশি শতশত মানুষ উল্লসিত করে।এদিকে, কুষ্টিয়া শহর থেকে পদ্মাসেতু হয়ে প্রথম যাত্রায় অংশ নিতে পেরে উচ্ছ্বাসিত যাত্রীরা। পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উদ্বেলিত।জেনে নিন কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেসের শোভন চেয়ার শ্রেণীর ভাড়ার তালিকা:-
কুষ্টিয়া থেকে
রাজবাড়ী : ৭৫ টাকা
ফরিদপুর :১১০ টাকা
ভাঙ্গা জংশন :১৪৫ টাকা
ঢাকা :৩৫০ টাকা
কুষ্টিয়া থেকে
পোড়াদহ : ৪৫ টাকা
আলমডাঙ্গা : ৫০ টাকা
চুয়াডাঙ্গা : ৫৫ টাকা
দর্শনা হল্ট : ৭০ টাকা
কোর্টচাঁদপুর :১০০ টাকা
মোবারকগঞ্জ :১১৫ টাকা
যশোর :১৪৫ টাকা
নওয়াপাড়া :১৭০ টাকা
দৌলতপুর :১৯৫ টাকা
খুলনা :১৯৫ টাকা
কুষ্টিয়া কোর্ট স্টেশনে স্টেশন ইন চার্জ ইতি আরা খাতুন জানান, বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। এছাড়াও বিকাল ৪টা ৫৬ মিনিটে বেনাপোল এক্সপ্রেস কোর্ট স্টেশন এ পৌঁছাবে। স্টেশনে থাকবে ৩ মিনিট, এরপরে ট্রেনটি ছেড়ে যাবে এ স্টেশন থেকে।এ স্টেশনের জন্য সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ৪০টি শোভন চেয়ার ও ২০টি এসি সিট বরাদ্দ আছে। আর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ৩০টি শোভন চেয়ার ও ১০টি এসি সিট বরাদ্দ আছে। শোভন চেয়ারের ভাড়া ৩৫০ টাকা। আর এসি সিটের ভাড়া ৫৮০ টাকা। এসি সিটের ক্ষেত্রে ভাড়া টাকার সাথে ১৫% ভ্যাট যোগ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ