• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

ওমানে ছাদ থেকে পড়ে নিহত ব্রাহ্মণপাড়ার যুবকের লাশ দেশে দাফন সম্পন্ন

স্বাধীন ভোর ডেস্ক / ৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
গত (১৬ অক্টোবর) সোমবার ওমানে কাজ করার সময় নির্মাণাধীন ভবনের ৪ তলা ছাদ থেকে পড়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের এক যুবকের করুণ মৃত্যু হয়। নিহত যুবকের নাম মোঃ মেহেদী হাসান (২৬)। অবশেষে দীর্ঘ দুই সপ্তাহ পর বাংলাদেশে লাশ ফেরত এনে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর উত্তরপাড়া গ্রামের হাজী তৈয়ব আলী সর্দারের বাড়ীর সাবেক কৃষি ব্যাংকের কর্মকর্তা মৃত হাজী মফিজুল ইসলাম এর ছেলে মোঃ মেহেদী হাছান (২৬) ওমানে কন্সট্রাকশনের কাজ করত। ঘটনার দিন সোমবার (১৬ অক্টোবর) দুপুরে খবর আসে মেহেদী হাছান কাজ করার সময় ৪তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৪টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে লাশ ওমানে ছিল। দীর্ঘ সময় সকল নিয়মকানুন শেষে বুধবার গভীর রাতে এম্বুলেন্স করে লাশ তার নিজ বাড়ীতে আসে। একইদিন বুধবার সকাল ১০টায় নাইঘর ঈদগাহ মাঠে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবার নিঃস্ব হয়ে আছে। এদিকে লাশ দেশে আসার সাথে সাথে এলাকার এক শোকের ছায়া নেমে আসে। তার নামাজে জানাযায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ