• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে নতুন কেহ আসলে সে রাস্তা ঘাট চিনতে জানতে সময় পার করে দিবে- মুজিবুল হক এমপি

স্বাধীন ভোর ডেস্ক / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

সোহাগ মিয়াজী
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর আমি এমপি হলে দেশ তথা চৌদ্দগ্রামের উন্নয়ন হবে। আমি আপনাদের ভোটে বার বার এমপি নির্বাচিত হয়েছি। মহান সংসদে হুইপের দায়িত্ব পালন করছি। দীর্ঘ সময় মন্ত্রীর দায়িত্ব পালন করেছি। আপনাদের দোয়ায় মহান রাব্বুল আলামীন আমাকে যথেষ্ট মর্যাদা ও সম্মান দিয়েছেন। আমার জীবনে আর কোন চাওয়া পাওয়া নেই। চৌদ্দগ্রামে আমাকে বাদ দিয়ে অন্য কেহ যদি এমপি হয় তিনি চৌদ্দগ্রাম বাসীর কোন উপকারে আসবেন না। নতুন কেহ আসলে সে রাস্তা ঘাট চিনতে জানতে সময় পার করে দিবেন। তিনি কোন উন্নয়ন করতে পারবেন না। আমি চৌদ্দগ্রামের প্রতিটি গ্রামের প্রতিটি জনপদের অলিগলি চিনি জানি । কোথায় কি সমস্যা তা আমার দ্বারা সহজে সমাধান সম্ভব। কথা দিলাম আগামী নির্বাচনে আপনাদের ভোটে আবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করে এলাকায় উন্নয়নের জোয়ারে বইয়ে দেব। তিনি আরো বলেন, বি এন পি , জাতীয় পার্টি জামায়াত জোট সরকারের ২৯ বছর শাষনামলে দেশের কোন উন্নয়ন হয়নি। শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের উন্নয়ন ও শান্তি রক্ষার জন্য আগামী নির্বাচনকে সামনে রেখে সকল কে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছি। কোন অপশক্তি দেশে কোন সহিংসতা করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। তিনি গতকাল শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় আমানগন্ডা বাজারে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নাঈমুল হক মজুমদার রাফিদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক খান, আক্তার হোসেন পাটোয়ারী, সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, জাকির হোসেন ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট আবদুল হামিদ তালুকদার, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, বাতিসা ইউপির সাবেক চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, গুনবতী ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ খোকন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, উজিরপুর ইউপি চেয়ারম্যান নাঈমুর রহমান মজুমদার মাছুম, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন,

 

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ, ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল কাদের, কাজী মোজাম্মেল হক লাওশান, নুরুল হক, নুরুল বাহার প্রমুখ। সন্ধ্যায় মুজিবুল হক এমপি উপজেলার কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহ পুর গ্রামের দুইটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ