• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

মুরাদনগরে দূর্গা পূজা উপলক্ষে সম্প্রীতি সমাবেশ

স্বাধীন ভোর ডেস্ক / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে কর্মকর্তা, পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক এবং রাজনৈতিক, গণ্যমাণ্য ব্যক্তিবর্গদের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।ইউপি সদস্য রাম প্রসাদ দেব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের আহ্বায়ক পার্থ সারথী দত্ত, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক নিত্যানন্দ রায়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, শুকলাল দেবনাথ, শিমুল বিল্লাল শিমুল।এসয় আরো উপস্থিত ছিলেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, শিক্ষা অফিসার মোতাহের বিল্লাহ, সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, আবু মুছা আল কবির, গোলাম কিবরিয়া খোকন, আবুল বাসার, রহিম পারভেজ, কামাল উদ্দিন খন্দকার, আবুল কালাম আজাদ, ইকবাল বাহার, তৈয়বুর রহমান তুহিন, কোম্পানীগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক চন্দন বণিকসহ মুরাদনগর উপজেলার ১৪৯টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ