• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

দেশের উন্নয়নে নতুন প্রজন্মই কাজ করবে : সুবিদ আলী ভূঁইয়া এমপি

স্বাধীন ভোর ডেস্ক / ৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, ‘নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। দেশের উন্নয়নে তোমরাই কাজ করবে। প্রত্যেক শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ হতে হবে। বাবা-মা তোমাদের জন্য অনেক কষ্ট করে। তাদের মুখে হাসি ফুটাতে হবে। মানবিক মানুষ হতে হবে।’ রোববার দুপুরে জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুবিদ আলী ভূঁইয়া বলেন, ‘এখানকার অনেক স্টুডেন্ট ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সেনাকর্মকর্তাসহ সরকারি বিভিন্ন পদে চাকরি করছে। তোমাদেরও তাদের মতো হতে হবে। জীবনে সফল হতে হবে। মন দিয়ে লেখাপড়া করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। তাহলেই জীবন সুন্দর হবে। না হয় সারাটা জীবন বৃথা যাবে।’ তিনি বলেন, ‘তোমরা লেখাপড়া করে ভালো রেজাল্ট করবে। সদা সত্য কথা বলবে। গুরুজনকে ভক্তি করবে। এখানে বিভিন্ন ধর্মের লোক রয়েছে। ধর্মীয় শিক্ষা অর্জন করবে। ধর্মীয় শিক্ষা জীবনে অনেক কাজে লাগবে।’কলেজ অধ্যক্ষ মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের। এ সময় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমানসহ কলেজের গভর্নিং বডি সদস্য,প্রভাষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ