• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

স্বাধীন ভোর ডেস্ক / ৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

কাজী সেলিম, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, থানার ওসি (তদন্ত) কর্মকর্তা মো: মনিরুজ্জামান, কুমিল্লা জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এ কে এম শামছুদ্দীন, চৌদ্দগ্রাম মডেল মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, সহ-সভাপতি রূপম সেনগুপ্ত, চন্দন কুমার সেন, সাংগঠনিক শংকর মজুমদার ও বলরাম কর্মকার সহ আরো অনেকে। সভায় বক্তারা আসন্ন শারদীয় দূর্গাপূজায় সকল ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীকে প্রস্তুত থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ