• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন

ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা

স্বাধীন ভোর ডেস্ক / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩

চারঘাট, রাজশাহী:
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাক্তার আতিকুল হককে (আবাসিক ইন-চার্জ) গত বৃহস্পতিবার রাজশাহীর নারী ও শিশু আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সকালে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও সরকারি কর্মচারিরা মানববন্ধন করে ন্যায় বিচার দাবি করেন। জানা যায় গত ৪ মে ২০২২ তারিখে একজন প্রসুতী নারী স্বাস্থ্য সেবা ক্লিনিকে চিকিৎসা নিতে এসেছেন। ওই সময় চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন ওই রোগী। স্থানীয়ভাবে এটা বাস্তব ঘটনা ছিল না। কিন্তু কয়েকদিন পর ভিকটিমের মা মোমনা বেগম বাদী হয়ে রাজশাহীর নারী ও শিশু আদালতে মামলা করেন। এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক আদালতে গিয়ে জামিনের আবেদন করলেও ম্যাজিস্ট্রেট আবদেন না মুঞ্জুর করে বৃহস্পতিবার তাকে রাজশাহী জেল হাজতে পাঠান। চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সকল কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়েছেন। চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর রহমান জানান, ওই চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই। তিনি একজন দায়িত্বশীল চিকিৎসক। তিনি যথাসময়ে তার কর্তব্য পালন করেন। তার বিরুদ্ধে একক অভিযোগ নেই। অবশেষে, আমরা ন্যায় বিচার চাই এবং নিঃশর্ত মুক্তি চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ