• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্বাধীন ভোর ডেস্ক / ৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

জামালপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী জামালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয়। পরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনির নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ। এসময় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সরোয়ার জাহান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন সেলিম, মীর কাইয়ুম, জাহিদুল ইসলাম রাজু, এস এম মেহেদী হাসান, জাহিদুর রহমান সুমন, আনোয়ার হোসেন সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সুবেল, আনোয়ারুল ইসলাম সুজন, জাহিদ রানা সরদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সাগর, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমসহ জেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহাম্মেদ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির শ্রেষ্ঠ শিক্ষক জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এক সময় ঘাত প্রতিঘাত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৪ সালের ২৭ জুলাই, আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সে প্রতিষ্ঠার লগ্ন থেকে প্রতিটি স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক লীগ অগ্রণী ভুমিকা পালন করে থাকে। আমরা বাহাউদ্দীন নাসিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে আজকে স্বেচ্ছাসেবক লীগ ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রের দ্বায়িত্বে বসিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ