• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে সাঁথিয়ায় পাঠাগার সম্মেলন ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত 

স্বাধীন ভোর ডেস্ক / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ১৭ জুন, ২০২৩

এস এম আলমগীর চাঁদ সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি 
পাঠাগার কে গণমানুষের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপূরে অনুষ্ঠিত হল পাঠাগার সম্মেলন ও বিতর্ক প্রতিযোগিতা । শনিবার ( সতেরো জুন ) সকাল দশটায কাশিনাথপূর ইউনিয়ন সম্মেলন কক্ষে দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সিদীপের সহায়তায় মোহাম্মদ ইয়াহিয়া মুক্ত পাঠাগার ও প্রয়াস পাঠাগার আয়োজিত সম্মেলনে পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় বিশ টি পাঠাগারের প্রতিনিধি গন অংশ নেন । সম্মেলনে বক্তারা বলেন, এই সম্মেলনের মাধ্যমে পাবনা জেলার পাঠাগার সমূহের মধ্যে সেতুবন্ধন স্থাপিত হল । দেশকে এগিয়ে নিতে, জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ গড়তে নতুন প্রজন্ম কে পাঠাগার মুখী হতে হবে । অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক মফিদুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে ও অধ্যাপক মাহবুব হোসেন এর সঞ্চালনায এক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।কাশিনাথপূর কলেজিয়েট স্কুল ও ডিজিটাল স্কুলের মধ্যে চুড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী হয় কাশিনাথপূর কলেজিয়েট স্কুল । অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় পাঠাগার সম্মেলন । কবি ও লেখক আলমগীর খানের সভাপতিত্বে , মাহবুব উল আলম এর সঞ্চালনায সম্মেলনে পাঠাগার আন্দোলন, সংকট,উত্তরন ও সম্ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন পাবনা সরকারি বুলবুল কলেজ এর সাবেক অধ্যক্ষ ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ,কথাসাহিত্যিক আখতার জামান, কবি সৈয়দ হাবিব,শিক্ষাবিদ গোলাম রসুল, কবি ও গীতিকার হুমায়ূন কবীর ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী। পাঠাগার প্রতিনিধি দের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, আবুল কাশেম, ওমর সরকার, আলোক আচার্য, রেজাউল করিম, ইব্রাহিম কবীর প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে পাঠাগার হতে পারে গণমানুষের বিশ্ববিদ্যালয । সবার চিন্তা চেতনা সঠিক পথে ধাবিত করতে পাঠাগার যুগান্তকারী ভুমিকা পালন করতে পারে । +জ্ঞানের ফেরিওয়ালা খ্যাত অধ্যাপক নজরুল ইসলাম কে সম্মাননা পদক প্রদানের মধ্য দিয়ে বিকালে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ