• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

আক্কেলপুরে চিলাহাটি এক্সপ্রেস এর যাত্রা বিরতীর দাবীতে মানববন্ধন

স্বাধীন ভোর ডেস্ক / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

রিফাত হোসেন মেশকাতঃ
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে চিলাহাটি এক্সপ্রেস এর যাত্রা বিরতী‘র দাবীতে রেলস্টেশনে মানববন্ধন করেছে আক্কেলপুর বাসী। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় আক্কেলপুর বাসীর ব্যানারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করে। আক্কেলপুর বাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ সেকেন্দার আলী চৌধুরী, ব্যবসায়ী তরিকুল ইসলাম তুহিন, সাবেক ছাত্র নেতা মামুন, সাবেক ইউপি সদস্য রাশেদুল ইসলাম পাইলট,ইউপি সদস্য মিজানুর রহমান মজনু,সাবেব ইউপি সদস্য আবু হাসান ডালিম, সুধীজন, সাংবাদিকবৃন্দ সহ সকল শ্রেণি পেশার মানুষ। ৮০৬ চিলাহাটি এক্সপ্রেস নতুন এই ট্রেনটি চিলাহাটি হতে ঢাকা গামী  আন্তঃনগর ট্রেন  আক্কেলপুরে যাত্রা বিরতীর দাবি তুলে ধরেন উপস্থিত বক্তারা। আক্কেলপুর উপজেলার উপর দিয়ে বেশ কয়েকটি উপজেলার মানুষ রেলপথে চলা চল করে। এই রেলস্টেশন থেকে প্রতিদিন পাশের জেলা নওগাঁর বদলগাছী, দীপগঞ্জ, মিঠাপুর, ভান্ডারপুর, গোবরচাঁপা, ঐতিহাসিক পাহাড়পুর, দুপচাঁচিয়ার উপজেলার জিয়ানগর, ক্ষেতলাল উপজেলার জিয়াপুর, আমিরহাট, মহাব্বতপুর, আমিড়া, মাদারতলী ও আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর, গোপীনাথপুর, রায়কালি, জামালগঞ্জ সহ বিভিন্ন এলাকার থেকে আগত যাত্রীরা আক্কেলপুর স্টেশন থেকে রাজশাহী ও ঢাকার উদেশ্যে চলাচল করে। চিলাহাটি এক্সপ্রেস এর যাত্রা বিরতী হতে আমরা কেন বঞ্চিত হবো। আমরা চাই অতি দ্রুত যাত্রা বিরতী দেওয়া হোক। স্টেশন মাস্টার খাতিজা খাতুন এর কাছে ট্রেনের যাত্রাবিরতীর বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদেরকে বলেন, আক্কেলপুরে ঢাকা গামী তিনটি, খুলনা গামী দুইটি, রাজশাহী গামী তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতী রয়েছে। প্রতিমাসে যাত্রীদের কাছে টিকিট বিক্রয় করে সরকারের রেভিনিউ পাওয়া যায় অনলাইনসহ প্রায় ৩০ লক্ষ টাকা। নতুন চালু হওয়া চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতী হলে রেভিনিউ আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ