• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন

বরগুনার আমতলীতে  চলাচলের  রাস্তার বেহাল দশায়!  ভোগান্তির চরমে

স্বাধীন ভোর ডেস্ক / ২১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

রাশিমুল হক রিমন , বরগুনা

বরগুনা জেলাধীন আমতলী উপজেলার ২ নং কুকুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ডের মহিষকাটা, বাস স্ট্যান্ড থেকে শুরু করে পশ্চিম চুনাখালী (৪ নং ওয়ার্ড )চুনাখালী হাট-বাজার থেকে চরখালি আমতলী থানার গুলিশাখালী ইউনিয়ন ও ২ নং কুকুয়া ইউনিয়নের সংযোগ মাধ্যম গোজখালি চুনাখালি ব্রিজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার বেহাল দশায় ভোগান্তির চরম পর্যায় দুই ইউনিয়নের (২ নং কুকুয়া- ২৪০২৮) ও(গুলিশাখালি- ২৮৬২০) জন সাধারণ জনগণ। চুনাখালী হাট -বাজার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী হাট-বাজার সপ্তাহে প্রতি শনিবার এই হাট বসে এই হাটকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে তাদের পুরো সাপ্তাহিক চাহিদার কেনাকাটা দুই ইউনিয়ন তথা আশেপাশের অন্য ইউনিয়নের মানুষের আগমন ঘটে এই হাটে। এই আগত মানুষের একমাত্র রাস্তা এই একটিমাত্র রাস্তা যা ব্যবহারের অনুপযোগী কয়েক বছর ধরে। নিয়মিত ঘটছে দুর্ঘটনা আহত হচ্ছে স্কুল শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ রাস্তার পাশেই স্বনামধন্য চুনাখালী স্কুল এন্ড কলেজ এবং চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চুনাখালি নুরানী হাফিজিয়া মাদ্রাসা এবং তার অঙ্গ প্রতিষ্ঠান ফাতেমা – তুজ জোহরা মহিলা মাদ্রাসা। চুনাখালি মাধ্যমিক বিদ্যালয়ে ৭০০ অধিক ছাত্র-ছাত্রী, চুনাখালি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩২০ জন কোমল শিক্ষার্থী চুনাখালী নূরানী মাদ্রাসা ও মহিলা মাদ্রাসা মোট ২৭০ জন শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে বলে জানিয়েছেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন।এছাড়া দৈনন্দিন কাজকর্ম কৃষকের উৎপাদিত শস্য পরিবহনের জন্য রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। মহিষকাটা টেকনিক্যাল স্কুল ও মহিষকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪৫০ জন শিক্ষার্থীও এ রাস্তাটি ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান এবং চুনাখালি হাট কে কেন্দ্র করে চুনাখালী বাজার হয়ে উঠেছে একটি জনবহুল আবাসিক এলাকা। সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় তাদের প্রাণের দাবী হয়ে উঠেছে এই প্রায় ৫ কিলোমিটার চুনাখালী বাজার রাস্তাটি সংস্কার কাজ। এলাকাবাসী জানান অতি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করা না হলে তারা মানববন্ধন কর্মসূচি পালন করবেন এর সাথে সম্পৃক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ