লিখন বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার বোচাগঞ্জে সোনালী ব্যাংক পিএলসি এর সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) এর মাধমে সেতাবগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের অনলাইনে বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি সহ বিবিধ ফি আদায় কার্যক্রমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সোনালী ব্যাংক পিএলসি, সেতাবগঞ্জ শাখার আয়োজনে সেতাবগঞ্জ সরকারি ডিগ্রী কলেজে সকাল ১১টা৩০ মিনিটে এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে মোঃ মাসুদ আলম- এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, দিনাজপুর নর্থ এর সভাপতিত্বে ও আতিকুর রহমান ইমরান, অফিসার জেনারেল, সেতাবগঞ্জ শাখা এর সঞ্চালনায় চুক্তি পত্রে সোনালী ব্যাংক পিএলসি এর পক্ষে মোঃ বদরুল আলম- ডেপুটি জেনারেল ম্যানেজার, প্রিন্সিপাল অফিস, দিনাজপুর নর্থ এবং সেতাবগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ এর পক্ষে উক্ত কলেজের প্রিন্সিপাল সুবোধ চন্দ্র রায় স্বাক্ষর করেন। চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন, ভূদেব চন্দ্র সরকার- ম্যানেজার সোনালী ব্যাংক সেতাবগঞ্জ শাখা, আশরাফুল আলম- প্রভাষক পদার্থ বিজ্ঞান, মোঃ সুলতান আহম্মেদ- সহকারী অধ্যাপক। এই চুক্তি স্বাক্ষরের ফলে সোনালী সোনালী পেমেন্ট গেটওয়ে বা অ্যাপস ব্যবহার করে এখন অনলাইনে বেতন, ভর্তির ফি, পরীক্ষার ফি সহ যাবতীয় ফি জমার মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আদায় ও হিসাবায়ন সহজীকরন সহ বিবিধ মোবাইল ব্যাংকিং সেবা প্রদান সহজতর হবে বলে বক্তারা তাদের বক্তব্যে জানান। এসময় শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং ও স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার বিষয়েও উৎসাহ প্রদান করা হয়।