• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

ইবিতে ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অন এক্টিভ সিটিজেনশিপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

স্বাধীন ভোর ডেস্ক / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

মোঃ সাইফুল্লাহ, ইবি প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির আয়োজনে এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় তিন দিনব্যাপী ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অন এক্টিভ সিটিজেনশিপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ নভেম্বর) কর্মশালার অনুষ্ঠানে ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির সভাপতি এস. এ এইচ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমউদ্দীন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব তুহিন আফসারি, এবং অ্যাকাউন্টস অফিসার অধীস দাস। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্টের যশোর রিজিওনের কো-অর্ডিনেটর ফিরোজ আহম্মেদ পলাশ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কো-অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন।। তিনি অংশগ্রহণকারীদের ইয়ুথ লিডারশিপ ও এক্টিভ সিটিজেনশিপ বিষয়ে বিস্তারিত ধারণা দেন।কর্মশালায় সভাপতির বক্তব্যে এস. এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, “বর্তমান রাষ্ট্রব্যবস্থায় প্রত্যেক নাগরিককে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে নাগরিকদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও উল্লেখ করেন, “ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি শিক্ষার্থীদের মধ্যে এ সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।”কর্মশালার শেষে ‘সংবিধান নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ