দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে একটি আবাসিক হোটেলে যৌথবাহিনীর অভিযানে মাদক সেবনরত অবস্থায় তনয় সাহা (৪০) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় সোমেশ্বরী লাক্সারিয়াস নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর। এছাড়াও হোটেলের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ ও হোটেল ব্যবস্থাপনা আইনে সোমেশ্বরী লাক্সারিয়াস হোটেলকেও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত তনয় সাহা নেত্রকোনার সদর উপজেলার ঠাকুরকোনো ইউনিয়নের তপন সাহার ছেলে। জানা যায়, বৃহস্পতিবার রাতে দুর্গাপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ বিনের রওশনের নেতৃত্বে সোমেশ্বরী লাক্সারিয়াস হোটেলে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় হোটেলের প্রতিকক্ষে তল্লাশি করে মাদক সেবনত অবস্থাায় একজনকে আটক সহ মদের বোতল ও মাদকদ্রব্য সেবনের বিভিন্ন আলামত সংগ্রহ করে সেনাবাহিনী। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে পুলিশের হাতে তোলে দেওয়া হয়েছে।