এইচ.এম.তামীম আহাম্মেদ
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের কালীর বাজার সিআইপি এন্ড ব্রাদার্স মার্কেটে আদ্ – দ্বীন মাদরাসা কুমিল্লার উদ্বোধন করা হয়। ১৬ নভেম্বর শনিবার কালীর বাজারের সিআইপি এন্ড ব্রাদার্স মার্কেটে উলামায়ে কেরাম এবং এলাকাবাসীর উপস্থিতিতে উক্ত প্রতিষ্ঠানটি উদ্বোধন হয়।এ সময় মোঃ আবু জাফর মোঃ সালেহের সঞ্চালনায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুফতি আবু শুয়াইব বিল্লাহর উপস্থিতিতে ধনুয়াখলা আহমদিয়া ফাযিজ ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ মোশাররফ হোসেন মামুনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ; শায়খুল হাদিস আল্লামা ফজলুল করীম, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আমিনুল ইসলাম, মাওঃ হাফেজ আহাম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম সিআইপি, আলহাজ্ব আব্দুল কাদের মাস্টার, মানবিক মানুষ মোঃ ফয়েজ মুন্সী, তাছাড়াও আরও উপস্থিত ছিলেন ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধক্ষ্য মুফতি আব্দুর রহমান সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ সহ আরও অনেকে৷ বিশেষ আকর্ষণ ছিলেন; তামাদ্দুন শিল্পী গোষ্ঠী। জানা গেছে, এখানে বিভাগ সমুহঃ- হিফজ বিভাগ, নূরানী বিভাগ, নাজেরা, ইবতেদায়ী শিশু ৫ম শ্রণি, দাখিল পর্যন্ত। আদ্- দ্বীন মাদ্রাসা কুমিল্লার সীমিত আসনে ভর্তি চলছে। আসন সংখ্যা ১০০ জন বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ।