• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

কুমিল্লায় বিজিবি অভিযানে ২ কোটি ১৬ লক্ষ টাকার মোবাইল ফোন জব্দ

স্বাধীন ভোর ডেস্ক / ৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ৬০ বিজিবি কর্তৃক দুই কোটিরও অধিক মূল্যের বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ করেন।বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) ভোর ৪টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনস্থ শংকুচাইল বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৬৩/এম হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনি মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে কতিপয় চোরাকারবারীরা ভারত হতে বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন চোরাচালানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোন ভর্তি কার্টূন ফেলে রেখে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল হতে ৫৭০ পিস ভারতীয় বিভিন্ন উন্নতমানের ব্র্যান্ড ও মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মোবাইল ফোনের সিজার মূল্য ২,১৬,২৮,০০০/- (দুই কোটি ষোল লক্ষ আটাশ হাজার) টাকা। বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়নের ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ