চৌদ্দগ্রাম প্রতিনিধি
বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নেতাকর্মীদেরকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও চৌদ্দগ্রামের সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের। বুধবার(২১ আগস্ট) সন্ধ্যায় এক বৈঠকে ডা: তাহেরের নির্দেশে আগামী শনিবার(২৪ আগস্ট) গণসংবর্ধনা অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারি বেলাল হোসাইন। বৈঠকে নেতৃবৃন্দ জানায়, গত কয়েকদিনের ভারি বর্ষণে চৌদ্দগ্রাম উপজেলার প্রায় সব গ্রাম প্লাবিত হয়েছে। এ দুর্যোগে বন্যার্ত মানুষের খাবার ও বাসস্থানের ব্যবস্থা করা জামায়াত নেতাকর্মীদের প্রধান কাজ। জাতির এই দূর্যোগে জামায়াত সব সময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে। তাই, গণসংবর্ধনা স্থগিত ঘোষণা করে যার যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন নেতৃবৃন্দ।