• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

আইওয়া ককাসে জয়, জনপ্রিয়তা বাড়ছে ট্রাম্পের

স্বাধীন ভোর ডেস্ক / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আইওয়া রাজ্যের ককাসের ভোটে সাবেক মার্কিন রাষ্ট্রদূত  নিকি হ্যালি এবং ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিসকে পেছনে ফেলে প্রেসিডেন্ট নির্বাচনের পথে একধাপ এগিয়ে গেলেন ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাই যুদ্ধে আইওয়া রাজ্যের রিপাবলিকান ককাসের  দিকেই নজর ছিল দেশটির নাগরিক, রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম সবারই। সোমবার রাতে ককাসের ভোট শুরু হয়।

ট্রাম্প কমপক্ষে ৩০ পয়েন্ট পেয়েছেন, নিকি হ্যালি এবং ডেসান্টিস  পাঁচটি করে পয়েন্ট পেয়েছেন। ভোটদান শুরুর ৩০ মিনিট পর থেকেই পর থেকেই রাজত্ব করা শুরু করেন ট্রাম্প।

পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে, আইওয়ায় ৪৮ শতাংশ ভোটারের প্রথম পছন্দের প্রার্থী হচ্ছেন ট্রাম্প।

এদিকে চারটি অপরাধমূলক কাণ্ডে জড়িত থাকার পরেও ট্রাম্পের এই জয় রিপাবলিকান পার্টির ওপর তার আধিপত্য  ইঙ্গিত করে।

এই অঙ্গরাজ্যে ভোটের পর দলীয় প্রার্থী নির্বাচনের লড়াই শুরু হবে অন্যান্য অঙ্গরাজ্যে। জয়ী প্রার্থী আগামী নভেম্বরে ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ