এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এ তথ্য দিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর বিবিসি। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। গতকাল শনিবার (২০ মে) মনুমেন্টাল স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন লিগে আলিয়াঞ্জা ও ফাসের মধ্যে ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। পরে ম্যাচটি স্থগিত করা হয়।প্রতিবেদনে বলা হচ্ছে, স্টেডিয়ামের গেট বন্ধ হওয়ার পর বিপুল সংখ্যক ভক্ত প্রবেশের চেষ্টা করছিল। এই সময় পদদলিত হওয়ার ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ভক্তরা স্টেডিয়ামের প্রবেশ পথের ব্যারিকেড সরানোর চেষ্টা করছেন। এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে বলেছেন, বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে। অপরাধী যে-ই হোক না কেন, তাদের শাস্তি পেতে হবে। একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছে সালভাদোরান সকার ফেডারেশন।