• শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

রেকর্ড সংখ্যক নারী এবার আওয়ামী লীগের টিকিট পেলেন

স্বাধীন ভোর ডেস্ক / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

আওয়ামী লীগের মনোনয়নে এবার রেকর্ড সংখ্যক ২৪ জন নারী মনোনয়ন পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও যে সমস্ত নারী প্রার্থীরা এবার নৌকা প্রতীক পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি রংপুর-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আওয়ামী লীগের টিকেটে গাইবান্ধা-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহবুব আরা গিনি। গাইবান্ধা-৩ আসন থেকে করবেন উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ আসন থেকে সাহাদারা মান্নান, সিরাজগঞ্জ-২ আসন থেকে মোছাঃ জান্নাত আরা হেনরী, বাগেরহাট-৩ থেকে হাবিবুন নাহার, বরগুনা-২ সুলতানা নাদিরা, বরিশাল-৪ থেকে শাম্মী আহমেদ, শেরপুর-২ থেকে মতিয়া চৌধুরী, ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম, কিশোরগঞ্জ-১ থেকে সৈয়দা জাকিয়া নূর, মানিকগঞ্জ-২ থেকে মমতাজ বেগম, মুন্সীগঞ্জ-২ থেকে সাগুফতা ইয়াসমিন, ঢাকা-৪ থেকে সানজিদা খানম, গাজীপুর-৩ থেকে রুমানা আলী, গাজীপুর-৪ থেকে সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ থেকে মেহের আফরোজ, চাঁদপুর-৩ থেকে ডা. দীপু মনি, লক্ষ্মীপুর-৪ থেকে ফরিদুন্নাহার লাইলী, চট্টগ্রাম-২ থেকে খাদিজাতুল আনোয়ার এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগের কোন নির্বাচনে এতো সংখ্যক নারী প্রার্থী সরাসরি ভোটের জন্য এর আগে কখনও মনোনয়ন পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ