• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

ধামইরহাটে বাল্য বিয়ের প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সংলাপ অনুষ্ঠিত

স্বাধীন ভোর ডেস্ক / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ৫ জুন, ২০২৩

মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধিঃ-

 নওগাঁর ধামইরহাটে বাল্য বিয়ের বর্তমান অবস্থান প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক “সংক্ষিপ্ত নীতি” মতবিনিময় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন (সোমবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় মতবিনিময় সংলাপের আয়োজন করে ‘আগামীর পথে কর্মসূচি’ ও ‘কনসার্নড উইমেন ফ্যামিলি ডেভেলপমেন্ট’। সংলাপ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহার আলী, বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিক অধ্যক্ষ শহিদুল ইসলাম, ওসি মোজাম্মেল হক কাজী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, এছাড়াও ইউপি চেয়ারম্যানগণ, নিকাহ রেজিস্টার, শিক্ষক-সাংবাদিক, ইমাম, পুরোহিত সহ বিভিন্ন স্টেক হোল্ডার সংলাপে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার সংক্ষেপ উপস্থাপন ও অনুষ্ঠান পরিচালনা করেন “আগামীর পথে কর্মসূচি’র প্রোগ্রাম সমন্বয়কারী রেহানা পারভীন। এ সময় প্রোগ্রাম অফিসার জুলেখা আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর খুজিস্তা আক্তার, ফিরোজ আহমেদ, কমিউনিটি মবিলাইজার মাহফুজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ