• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

মেহেরপুরে পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু।

স্বাধীন ভোর ডেস্ক / ১০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ৪ জুন, ২০২৩

মেহেরপুর জেলা প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী পুলিশ ক্যাম্পের কনস্টেবল আবু শাহেদ মারা গেছেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। তার কনস্টেবল ব্যাচ নং- খুলনা -৭১৬। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, তার মৃত্যু হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে এখনও তা জানা যায়নি। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কনস্টেবল আবু শাহেদ শনিবার দিবাগত রাত ৮ টার দিকে ডিউটি শেষ করে তার কর্মস্থল এলাঙ্গী পুলিশ ক্যাম্পে রাতে ঘুমিয়ে পড়ে। আজ রবিবার সকাল ৯টার দিকে সহকর্মীরা তাকে বিছানায় অসুস্থ্য অবস্থায় দেখে। এসময় তাকে উদ্ধার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.আব্দুল্লাহ আল মারুফ জানান,পুলিশ কনস্টেবআবু শাহেদকে চিকিৎসা দেয়ার আগেই মারা যায়। কি কারণে মারা গেছে সেটি পরিস্কার বোঝা যায়নি। এদিকে খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম (পিপিএম -সেবা) কনস্টেবল আবু শাহেদকে দেখতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন। পুলিশ সুপার রাফিউল আলম জানান, কি কারণে আবু শাহেদ এর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত না। তবে লাশ ময়না তদন্ত করা হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ বলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ