• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

লালমনিরহাট সদরে দুজন ভূয়া কবিরাজ আটক 

স্বাধীন ভোর ডেস্ক / ৩৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শুক্রবার, ২ জুন, ২০২৩

মোঃ আব্দুল মতিন সরকার
জেলা প্রতিনিধি, লালমনিরহাট 
লালমনিরহাট সদর থানার খুনিয়াগাছ এলাকার ছামসুল হকের ছেলে মোঃ খাইরুজ্জামান (১৮) ও মোঃ এরশাদ হোসেনের  ছেলে মোঃ এলমান হোসেন (১৯) কবিরাজি চিকিৎসা দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।  বৃহস্পতিবার ১ লা জুন আদিতমারী উপজেলার দক্ষিণ বালাপাড়া এলাকা থেকে, সকাল ৯.৩০ নাগাদ অভিযোগের ভিত্তিতে এই দুই ভূয়া কবিরাজকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। পুলিশ জানান, অভিযোগকারী ভুক্তভোগীর ভাতিজি মেহেরজামিন (১২) দীর্ঘদিন থেকে শারীরিক সমস্যায় ভুগছিলো। এই খবর পেয়ে খাইরুজ্জাম ও এলমান হোসেন কবিরাজ পরিচয়ে চিকিৎসা দেয়ার কথা বলে শর্ত সাপেক্ষে চিকিৎসা দেয়া শুরু করে, এবং চিকিৎসা বাবদ নগদ ২৫০০০/- (পঁচিশ হাজার) টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে নানান জটিল ও কঠিন রোগের কথা বলে সময়ে সময়ে বিকাশের মাধ্যমে আরও ৪ লক্ষ ৪২ হাজার টাকা সুকৌশলে হাতিয়ে নেয়। ওই দুই ভূয়া কবিরাজের প্রতারণার ফাঁদ বুঝতে পেরে রোগী মেহেজামিনের বাবা আব্দুস সামাদ লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ করলে-পুলিশ ওই দুই ভূয়া কবিরাজকে আটক করেন।লালমনিরহাট সদর থানার ওসি জনাব মোঃ এরশাদুল আলম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন – এই প্রতারনার প্রেক্ষিতে মামলা হয়েছে, এবং দুই ভূয়া কবিরাজ কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ