• রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যু বার্ষিকী পালন করলেন নেতাকর্মীরা

স্বাধীন ভোর ডেস্ক / ৫১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

মো:মহিব্বুল্লাহ, নিজস্ব প্রতিবেদক 
আজ ৩০ মে ২০২৩ ইং শহীদ রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বি এন পির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যু বার্ষিকী। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জিয়াউদ্দানে জিয়ার মাজারে ফুলেল শুভেচ্ছা জানায়। সকাল থেকেই নেতাকর্মীরা ধিরে ধিরে জিয়াউদ্দানে ভিড় করেন। এ সময় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামা ওবায়েদ সহ জাতীয় নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অন্যান্য সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।  জিয়াউর রহমানের মাজারে সকল নেতাকর্মী জরো হয়ে একের পর এক পুষ্পস্তবক অর্পণ করেন। ফুল দেয়া শেষ হলে মরহুম জিয়াউর রহমানের জন্য সকল নেতাকর্মী সম্মিলিতভাবে তার জন্য দু হাত তুলে আল্লাহর দরবারে দুয়া করেন, সেই সাথে বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান সহ সারা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করেন। এই দোয়া মোনাজাত শেষ করে নেতাকর্মীরা যার যার মতো চলে যান।  এবং যারা পরে এসেছেন তারাও দোয়া মোনাজাত শেষ হওয়ার পর ফুলের শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ