• শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

বিরামপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরন

স্বাধীন ভোর ডেস্ক / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার(৩০ আগষ্ট)গ্রাম বিকাশ কেন্দ্র বিরামপুর এরিয়া দিনাজপুর দক্ষিণ অঞ্চলের উদ্যোগে মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২ টি বিদ্যালয়ে এক হাজার শিক্ষার্থীদের মাঝে আম,মাল্টা ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়। মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দীন মন্ডল এর সভাপতিত্বে মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম,মুকুন্দপুর ফাজিল স্নাতক মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক,গ্রাম বিকাশ কেন্দ্রের আঞ্চলিক ব্যবস্থাপক ফজলুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর গ্রাম বিকাশ কেন্দ্রের এরিয়া ম্যানেজার জাহিদুল ইসলাম জাহিদ, শিমুলতলী শাখার শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন,উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানাসহ অনেকে। এসময় গ্রামবিকাশ কেন্দ্রের আঞ্চলিক ব্যবস্থাপক ফজলুল হক জানান, আমাদের এই পরিবেশ কে টিকে রাখতে হলে গাছ লাগাতে হবে। বর্তমান বাংলাদেশের বৈরী আবহাওয়ার ও জলবায়ুর পরিবর্তনের কারণে যে পরিমাণ বনভূমি থাকার প্রয়োজন তা নেই। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে দিনাজপুরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে প্রায় ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আজকে গ্রাম বিকাশ কেন্দ্রের বিরামপুর উপজেলার শিমুলতলী শাখার অর্থায়নে ১ হাজার শিক্ষার্থীর মাঝে ৯০০টি আম গাছের চারা ৫০টি মাল্টা গাছের চারা এবং ৫০টি পেয়ারা গাছের চারা বিতরন করা হয়।আগামীতে সবাই যেন বেশি বেশি গাছ লাগাতে আগ্রহী হয়। গাছের চারা পেয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ রোখছানা বলেন, এই গাছের চারা আমি বাড়ীর পাশে রোপন করব। কারণ গাছ আমাদের পরিবেশ রক্ষা করে এবং ছায়া ও ফল দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ