• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ধানের দাম নিয়ে বিপাকে চাষীরা

স্বাধীন ভোর ডেস্ক / ৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ২৯ মে, ২০২৩

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার সদর উপজেলায় কিছু সিন্ডিকেটের কারণে দিন যত যাচ্ছে তত ধানের দাম কমছে। বাধ্য হয়ে কম দামে ধান বেঁচতে হচ্ছে কৃষকদের। ফলে ধানের দাম নিয়ে হতাশা বাড়ছে কৃষকদের মধ্যে। সরজমিনে দেখা যায়, সাতক্ষীরার কদমতলা বাজারে ৮৮ ধান এক মণ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১০২৫ টাকা এবং রড মিনিকেট বিক্রি হচ্ছে ১১৩০ থেকে ১১৫০ টাকা। কিছু ক্ষণ পরে এক কৃষক ধান বিক্রি করতে এলে কদমতলা ব্রিজের উত্তর পাশে মামুন এন্ড মারুফ ট্রেডার্সের মো.আব্দুল খালেক ৭ বস্তা ধান মাপতে তিনবার মাপে ভুল বলেন, এভাবে লেখাপড়া না জানা কৃষকদের ঠকাচ্ছেন কদমতলা বাজারের অধিকাংশ ধান ব্যবসায়ী। ধান বিক্রি করতে আসা কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা বলেন, এক মাস আগে ধানের দাম ভালো ছিল। মনে করছিলাম আরও দাম বেশি হলে বিক্রি করব কিন্তু সারের দোকানে হালখাতা বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করলাম। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এ এলাকার কৃষকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ