• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

‘গ্রীন কি প্রোগ্রাম লঞ্চ- কৌশলগত সমর্থন’ আন্তর্জাতিক সেমিনার বক্তব্য দেয়ার জন্য পরিবেশবিদ মতিন সৈকত  আমন্ত্রিত

স্বাধীন ভোর ডেস্ক / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার:
ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন (এফইই) দ্বারা মনোনীত – বাংলাদেশের জাতীয় অপারেটর প্রভা অরোরা কর্তৃক বাস্তবায়তি বাংলাদেশে গ্রিন কী প্রোগ্রাম চালু হয়েছে। ঋঊঊ, টঘঊঝঈঙ এবং টঘঊচ দ্বারা স্বীকৃত, বিশ্বের বৃহত্তম পরিবেশগত শিক্ষা সংস্থা যা ১০০টিরও বেশি দেশে ৪০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে৷ বাংলাদেশের পর্যটন খাতকে আরও পরিবেশবান্ধব এবং টেকসই করার লক্ষ্যে গ্রীন কী প্রোগ্রামের উদ্দেশ্য পর্যটন শিল্পে পরিবেশ বান্ধব অনুশীলন প্রচারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, জীব-বৈচিত্র্যের রক্ষাএবং পরিবেশ দূষণ মোকাবেলা করা। হোটেল, হোস্টেল, ক্যাম্পসাইট এবং হলিডে পার্ক, ছোট বাসস্থান, আকর্ষণ, রেস্তোরাঁ এবং সম্মেলন কেন্দ্রগুলিতে ফোকাস করে৷ ডেনমার্ক, ভারত ও নেদারল্যান্ডস থেকে গ্রীন কি-এর সাথে যুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি সেমিনার অংশ গ্রহন করবেন। ৮ আগষ্ট বিকেল ৪,৩০ মিনিটে আগারগাঁও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ‘শৈলপ্রপাত’ এ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী প্রধান অতিথি থাকবেন। বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, দূতাবাস এবং জাতিসংঘের সংস্থার প্রতিনিধিগণ ও এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দিতে আমন্ত্রিত হয়েছেন দুইবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক এবং জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত মতিন সৈকত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ