• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

কুমিল্লায় সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী সড়কের বেহাল দশা

স্বাধীন ভোর ডেস্ক / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ৩০ জুলাই, ২০২৩

জানভি টিনা
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে
কুমিল্লা সিটি কর্পোরেশনের কান্দিরপারস্থ সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী সড়ক। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বেহাল অবস্থায় পড়ে আছে এই সড়কটি। সীমাহীন ভোগান্তিতে এলাকাবাসী। সড়কটি দেখার জন্য কেউ নেই? কিছু কিছু জায়গায় সড়কের ময়লা পানি জমে থাকে। প্রতিনিয়ত কাদা পানিতে একাকার হয়ে গেছে। তার মধ্যেই ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে এলাকাবাসী। কান্দিরপারস্থ সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী সড়কের সামান্য বৃষ্টি হলে পানি জমে যায়। ফলে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

 

এই বিষয়ে এলাকাবাসী মাইনুল ইসলাম লিহিন বলেন, সড়ক সংস্কার করার জন্য বহুবার সাবেক মেয়রের কাছে আবেদন করা হলেও সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। ১০ বছর ধরে সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীর সড়কের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী। তিনি বলেন , বর্তমান মেয়র যদি এলাকাবাসীর ভোগান্তির কথা চিন্তা করে রাস্তাটি সংস্কার করে দেয় তাহলে এলাকাবাসী ভোগান্তি থেকে মুক্তি পাবে। এদিকে একই এলাকার সন্ধ্যা রানী বলেন, ড্রেনের সংস্কার নেই, প্রচুর মশা, রাতে ঘুমাতে পারিনা। দুর্গন্ধ থাকে। বৃষ্টি হলে বাড়িতে পানি ঢুকে। সড়কের দ্রুত সংস্কার করার জন্য দাবি জানাচ্ছি। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করে সন্ধ্যা রানী বলেন, মাননীয় মেয়র আমাদের সড়কটি সংস্কার করে দিবেন, আমরা আপনার সহযোগিতা কামনা করি, দীর্ঘ ১০ বছর ধরে ভোগান্তি থেকে আমাদেরকে মুক্তি দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ