• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহের র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয় 

স্বাধীন ভোর ডেস্ক / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয় । উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেসমিন জাহান বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম,উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন, উপজেলা কৃষক লীগের সভাপতি আহসান হাবীব মোহন, মৎস্য জীবীালীগের আহবায়ক খলিলুর রহমান জুয়েল, পৌর কৃষক লীগের সভাপতি দুলাল মুন্সি সাবেক ছাত্রলীগের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার প্রায় তিনশত মৎস্য চাষীগন অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ