এর আগেও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ড ঘটে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাসহ এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
তাদের বিরুদ্ধে তদন্ত শেষে এরই মধ্যে চার্জশিট দিয়েছে গোয়েন্দারা। তাদের দাবি, চার্জশিটে কাউকে কোনও ছাড় দেওয়া হয়নি।
কাউকে হত্যা করে এলাকায় আধিপত্য বিস্তার করা যায় না উল্লেখ করে গোয়েন্দা কর্মকর্তারা বলেন, রাজধানীর অন্যান্য এলাকাতেও এ ধরনের আধিপত্য বিস্তারের ঘটনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে। এছাড়াও নেতাদের কারও মধ্যে দ্বন্দ্ব রয়েছে কিনা, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল বা প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্বের ফলে হত্যাকাণ্ডের মতো ঘটনার অবতারণা হতে পারে কিনা; এসব বিষয়ও নজর রাখা হচ্ছে। আরও বিশদ খতিয়ে দেখা হবে।
ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য যারা এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছেন, তারা কখনও ভাবছেন না আগে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, আর এগুলোতে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে; তাদের আইনের আওতায় আনা হয়েছে। কাউকে কোনও ছাড় দেওয়া হচ্ছে না।’