• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

বৃষ্টি আইনে ১৭ রানে জিতলো আফগানিস্তান

স্বাধীন ভোর ডেস্ক / ৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

বাজে ব্যাটিংয়ের সঙ্গে দিনটা বাংলাদেশের ছিল না। চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ের খেসারত দিলো স্বাগতিকরা। বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ১৭ রানে জিতেছে সফরকারী আফগানিস্তান। তাতে ৩ ম্যাচ সিরিজে রশিদ খানরা ১-০ তে এগিয়ে গেলো।

 তৃতীয়বারের মতো আবারও ম্যাচটায় হানা দেয় বৃষ্টি। ততক্ষণে আফগানদের স্কোর ছিল ২১.৪ ওভারে ২ উইকেটে ৮৩। তার পরই নামে বৃষ্টি। তখন বৃষ্টি আইনে আফগানরাই এগিয়ে ছিল। বৃষ্টি কমায় নতুন লক্ষ্য নেমে আসে ২৯ ওভারে ১১১ রানে। পরে অবশ্য ম্যাচই মাঠে গড়ানো যায়নি। তবে শুরুতে আফগানদের উইকেট নিয়ে চাপে ফেলতে পারলে দৃশ্যপট ভিন্ন হলেও হতে পারতো। দারুণ ব্যাটিংয়ে আফগানদের এগিয়ে রেখেছেন মূলত ইব্রাহিম জাদরান। ৪১ রানে অপরাজিত ছিলেন তিনি। শুরুতে ওপেনিং জুটিতেও গুরবাজকে নিয়ে তিনি ৫৪ রান যোগ করেছেন।

৯ রানে একটি উইকেট নিয়েছেন সাকিব। ২৬ রানে অপরটি নিয়েছেন তাসকিন আহমেদ। ম্যাচসেরা আফগান পেসার ফারুকি।

প্রথম ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর- আফগানিস্তান ২১.৪ ওভারে ৮৩/২; বৃষ্টি আইনে লক্ষ্য ৪৩ ওভারে ১৬৪ (ইব্রাহিম জাদরান ৪১*, হাশমতউল্লাহ ৯*;  রহমত শাহ ৮, রহমানুল্লাহ গুরবাজ ২২)  

বাংলাদেশ: ৪৩ ওভারে ১৬৯/৯ ( মোস্তাফিজুর ৩*, হাসান ৮*; হৃদয় ৫১, তাসকিন ৭, মিরাজ ৫, আফিফ ৪, মুশফিক ১, সাকিব ১৫, শান্ত ১২, লিটন ২৬, তামিম ১৩) বনাম আফগানিস্তান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ