• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত, আহত-৩

স্বাধীন ভোর ডেস্ক / ৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

মোঃ শফিকুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) :

মাগুরার মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। গুরুতর আহত তিনজন বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে এগারো টার সময় উপজেলার কালিশংকরপুর ও যশোবন্তপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নীল রংয়ের একটি কাভার্ড ভ্যান ট্রাক উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর সুইসগেট এলাকায় এসে মাহাবুর রহমান (৪০) নামের এক ব্যাক্তিকে চাপা দিয়ে দ্রুত বের হয়ে যায়। এরপর কালিশংকরপুর নতুন বাজার এলাকায় এসে কাবুল মোল্যা (৫০) নামের আরেক ব্যাক্তিকে চাপা দেয়। বরাবরই স্থানীয়রা গাড়িটি আটকানোর চেষ্টা করে ব্যার্থ হয়। এ খবর পেয়ে যশোবন্তপুর পশ্চিম পাড়া রাজু বিশ্বাসের বাড়ির সামনের সড়কে মিজানুর বিশ্বাস (৩৮) নামের এক যুবক কাভার্ড ভ্যানটিকে আটকানোর চেষ্টা করলে ঘটনা স্থানে তাকে পিষ্ট করে গাড়িটি। এ সময় ওই গ্রামের আকরাম মোল্যা নামের আরো এক ব্যাক্তি আহত হয়। পরে গাড়ীটি ঝামা বাজার এলাকায় পৌছালে স্থানীয়রা ড্রাইভার সোহেল রানা (২৪) সহ গাড়িটিকে আটক করে। লোকজন ড্রাইভার সোহেল রানাকে মারধর ও গাড়িটি ভাংচুর করে। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থালে এসে ড্রাইভার ও গাড়িটি উদ্ধার করে। গুরুতর আহত মিজানুর বিশ্বাসকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। অপরদিকে গুরুতর আহত মাহাবুর রহমান লোহাগড়া এবং অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যু মিজানুর যশোবন্তপুর গ্রামের মৃত ইয়াছিন বিশ্বাসের ছেলে। আহত মাহাবুর কালিশংকরপুর গ্রামের মৃত আবু মোল্যার ছেলে এবং কাবুল ওই গ্রামের মৃত সোনাউল্লার ছেলে। কাভার্ড ভ্যানটি ড্রাইভার সোহেল রানা তার নিজ মালিকানায় চালিত করেন। সে পার্শবর্তী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ছাইমনারচর গ্রামের দাউদ মোল্যার ছেলে। মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় জানান, ড্রাইভার ও কাভার্ড ভ্যান ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ