মুজাহিদুল ইসলাম জাবের, ফেনী
দক্ষিণ এশীয় পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন– মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী দ্য ফ্রেন্ডশিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আব্দুল মান্নান ও ইভলম্যান্ডস প্রাইভেট লিমিটেডের কর্ণধার মোহাম্মদ শাকিল আহমেদ।নেপালের রাজধানী কাঠমান্ডুতে রোববার (১০ নভেম্বর) হোটেল ইয়েলো প্যাগোডার অডিটোরিয়ামে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের (সামিট) ১৬তম আসরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।অনুষ্ঠানে নেপালি তরুণী রোশনি শ্রেষ্ঠ ও নিশা কার্কির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের জ্বালানি, জলসম্পদ ও সেচমন্ত্রী দীপক খাডকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী প্রদীপ পাউডেল।আব্দুল মান্নানের বাড়ি ফেনী ধলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড,অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি ব্যক্ত করে আবদুল মান্নান বলেন, ‘সাউথ এশীয় মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি পেয়ে আমরা মালদ্বীপ প্রবাসী হিসেবে অত্যন্ত সম্মানিত বোধ করছি। সেইসাথে মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের ভালবাসা আর বাংলাদেশে আমাদের সব অংশীজন এবং টুরিজম শিল্পের সমর্থনের প্রশংসা করছি।’ষোলতম এই আসরে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, আফগানিস্তান, পাকিস্তানসহ মোট ৮টি দেশের ২৪ জন বরেণ্য ব্যক্তিকে পুরস্কার ও সংবর্ধনা দেয় সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ (সামিট)।