• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

জামালপুরে ট্রাফিক সপ্তাহ শুরু

স্বাধীন ভোর ডেস্ক / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

জামালপুর প্রতিনিধি
“ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে ঘরে ফিরুন” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে ট্রাফিক সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের আয়োজনে রবিবার বিকালে শহরের নতুন বাইপাস মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সোহরাব হোসেন, টিআই জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহিনসহ পুলিশ ও ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।শোভাযাত্রা শেষে পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ট্রাফিক আইন ভঙ্গ করলে ট্রাফিক পুলিশ শুধু জরিমানা করে না, জরিমানার পাশাপাশি মানুষকে সচেতন করে।দূর্ঘটনা এড়াতে শুধু যানবাহন চালক নয়, সাধারণ পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। তবেই দূর্ঘটনার প্রবনতা কমে আসবে এবং আমাদের জানমালের নিরাপত্তা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ