• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রধান রূপকার তারেক রহমান- ড. জালাল উদ্দীন

স্বাধীন ভোর ডেস্ক / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রদান রূপকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দিক নির্দেশনা মোতাবেক এ আন্দোলন। কোন ষড়যন্ত্র করে বিএনপিকে থামিয়ে রাখা যাবে না। স্বৈর শাসকের আমলে যত হত্যাকান্ড হয়েছে সকল হত্যাকান্ডের বিচার হবে। গত শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম হোসেন ও সাধারন সম্পাদক সলিম উল্লাহ লাভলুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এ কথা বলেন। ড. জালাল উদ্দীন বলেছেন যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে আসবে, সকলকে সজাগ ও সচেতন থেকে তাদের যে কোনো ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। আহসান উল্লাহ নান্টুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফয়সাল আহমেদ সোহেলের উপস্থাপনার প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতীয়বাদী দল বিএনপির কমিটির সদস্য ড. জালাল উদ্দীন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সহ-সভাপতি গণি তপদ্দার, ছেংগাচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়নের তোফায়েল পাটোয়ারী, আরও বক্তব্য রাখেন বিএনপির ছাত্রদলের, নুরুল হুদা ফয়েজী এবং বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ