• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

বাংলাদেশ সফরে সুযোগ না পেয়ে ক্ষোভ ঝাড়লেন উসমান

স্বাধীন ভোর ডেস্ক / ১০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ টি-টোয়েন্টি দলে ছিলেন উসমান গণি। তবে সু্যোগ পাননি বাংলাদেশের বিপক্ষে সিরিজে। দল থেকে বাদ পড়ে এবার ক্ষোভ ঝাড়লেন বোর্ডে ওপর। পাশাপাশি প্রশ্ন তুলেছেন বোর্ডের অব্যবস্থাপনা নিয়েও। 

আজ (০৩ জুলাই) নিজের টুইটার হ্যান্ডলে উসমান লিখেন, ‘ভেবেচিন্তে আমি আফগানিস্তান ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তবে আমি আমার কঠোর পরিশ্রম চালিয়ে যাব এবং আফগান ক্রিকেটে কবে সঠিক ব্যবস্থাপনা এবং নির্বাচন কমিটি গঠন হবে তার জন্য অপেক্ষা করবো।’

নিজের বক্তব্য না থামিয়ে উসমান আরো লিখেন, ‘যদি ম্যানেজম্যান্টে ঠিকটাক হয়, তবেই আমি আফগানিস্তানের হয়ে পুনরায় খেলবো। একাধিকবার চেষ্টা করার পরেও আমি চেয়ারম্যানের সাক্ষাত পায়নি। তাছাড়া সব ফরম্যাট থেকে আমাকে বাদ দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচকের কোনো সন্তোষজনক জবাব মিলেনি।’

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, সেদিক আতাল, করিম জানাত, আজমতুল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকী, নবীন-উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ, নূর আহমদ, মুজিব-উর-রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ