• রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

কু‌মিল্লার রাজগঞ্জ বাজা‌রে বি‌শেষ টাস্ক‌ফোর্স অ‌ভিযান, জ‌রিমানা

স্বাধীন ভোর ডেস্ক / ২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আয়েশা আক্তার
শনিবার (১৯ অক্টোবর)  কু‌মিল্লা নগরী‌র রাজগঞ্জ বাজা‌রে নিত‌্যপ‌ণ্যের মূল‌্য নিয়ন্ত্রণে বি‌শেষ টাস্ক‌ফোর্স ক‌মি‌টির অ‌ভিযান প‌রিচা‌লিত হ‌য়ে‌ছে। অ‌ভিযা‌নে সম্প্রতি গ‌ঠিত জেলা বি‌শেষ টাস্ক‌ফোর্স ক‌মি‌টির সদস‌্যরা অংশগ্রহণ ক‌রেন। অ‌ভিযা‌নে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম, প্রা‌ণিসম্পদ অ‌ধিদপ্ত‌রের অ‌তি‌রিক্ত জেলা প্রা‌ণি সম্পদ কর্মকর্তা ডা. ইসমাইল হো‌সেন, ক‌্যা‌বের প্রতি‌নি‌ধি ও ছাত্র প্রতি‌নি‌ধিরা উপ‌স্থিত ছি‌লেন। ক‌মি‌টির সদস‌্যরা বাজা‌রের সব‌জি, ডিম, মাছ. মাংসসহ বি‌ভিন্ন নিত‌্যপ‌ণ্যের মূল‌্য পর্যবেক্ষণ ক‌রেন, প্রয়োজনীয় দিক নি‌র্দেশনা দেন। ব‌্যবসায়ী‌দের ক্রয়কৃত পণ্যের পাকা ভাউচার সংরক্ষণ কর‌তে ব‌লেন।  অ‌ভিযা‌নে অ‌নিয়ম ধরা পড়ায় ৪ প্রতিষ্ঠান‌কে ১৮ হাজার ৫শ` টাকা জ‌রিমানা করা হয়। অন‌্যদের সতর্ক করা হয়। স‌চেতনতা বৃ‌দ্ধির জন‌্য ছাত্র প্রতি‌নি‌ধি‌দের মাধ‌্যমে লিফ‌লেট বিতরণ করা হয়। অ‌ভিযা‌নে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পু‌লি‌শের এক‌টি টিম এবং স্থানীয় বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ