• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

সিআইপি সম্মাননা পাওয়ায় কামাল উদ্দিনকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

স্বাধীন ভোর ডেস্ক / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

সোহাগ মিয়াজী
বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক ( সিআইপি) নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি কামাল উদ্দিন ( সিআইপি) । মোহাম্মদ কামাল উদ্দিন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য। গত ২২ মে, ২০২৩ সোমবার বিকেলে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শিল্পপতি কামাল উদ্দিন এর হাতে সিআইপি সম্মাননা তুলে দেন। সিআইপি সম্মাননা পাওয়ায় শিল্পপতি কামাল উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী,বন্ধমহল ও সুশিল সমাজের নেতৃবৃন্দ। তারা বলেন, এ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। নিঃসন্দেহে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বহুমাত্রিকতায় তার অবদানের স্বীকৃতি পেলেন। শিল্পপতি কামাল উদ্দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, মাননীয় প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ