• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

দশম গ্রেড বাস্তবায়ন দাবিতে সার্ভেয়ারদের স্মারকলিপি প্রদান

স্বাধীন ভোর ডেস্ক / ৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

জামালপুর প্রতিনিধি
সরকারের নির্ধারিত দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুরে স্মারকলিপি দিয়েছে বঞ্চিত সার্ভেয়াররা। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি প্রদান করার পরে সার্ভেয়াররা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তাদের দাবি নিয়ে বক্তব্য দেন দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো.সেলিম হাসান, বকশীগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মো. আল জুবায়ের হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সরকারের সকল মন্ত্রণালয়ে ও বিভাগীয় অফিসসমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদা ও বেতন স্কেলের দশম গ্রেডে নির্ধারন করা হয়েছে। কিন্তু সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য সার্ভেয়ার সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডেওে কয়েকধাপ নিচে ১৪, ১৫, ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে। যা সম্পূর্ন বৈষম্যমুলক। আমরা এই বৈষম্য দূর করে আমাদের সকলকে দশম গ্রেডে উন্নীতকরনের দাবি করেন তাঁরা। এ সময় বিভিন্ন উপজেলার সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ