• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

বাঁশখালীর কৃতি সন্তান চট্টগ্রাম সিভিল সার্জন হলেন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বাধীন ভোর ডেস্ক / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীকে ওএসডি করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি থাকা সহকারী পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীকে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।প্রজ্ঞাপনে ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীকে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার মহাখালীতে (সহকারী পরিচালক) হিসেবে ওএসডি করা হয়। পাশাপাশি তাকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সংযুক্ত করা হয়েছে। এর আগে ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রতিষ্ঠানটিতে সংযুক্ত ছিলেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের সরল গ্রামের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও কামরুন্নাহার দম্পতির সন্তান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।এর আগে তিনি বাঁশখালী ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাঁশখালীর কালীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ