• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে যুব কৃষি ক্লাব দখল মুক্ত করতে মানববন্ধন

স্বাধীন ভোর ডেস্ক / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

বেলাল হোসেন, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে ৮০ দশকের ঐতিহ্যবাহী কচুবাড়ি দেবত্তরপাড়া যুব কৃষি ক্লাবটি ভূমিদস্যু ও মামলা বাজদের দখল হতে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার ভূল্লীতে অবস্থিত অবৈভাবে দখল হওয়া যুব কৃষি ক্লাবের সামনে ঠাকুরগাঁও – পঞ্চগড় মহাসড়কের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। মানববন্ধনে কৃষক সহ প্রায় দুই শত জন শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্যে তারা বলেন, ১৯৮৪ সালে ক্লাবটি স্থাপিত হয়। ক্লাবের জমির দলিল থাকার পরও ৮০ দশকের ঐতিহ্যবাহী এই কচুবাড়ী দেবত্তর পাড়ী যুব কৃষি ক্লাবটির জমি ভূমিদস্যু ও মামলাবাজ আবুল কালাম আজাদ ও খতিব উদ্দিন দখল করে গুদাম ঘর নির্মাণ করছে। তাদের হাতে থেকে ক্লাবটি দখল মুক্ত করতে আজকে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী ক্লাবটিতে আগে স্থানীয় কৃষকরা কৃষি উন্নয়নের বিষয়ে পরামর্শ সহ বিভিন্ন প্রকার সভা ও মিটিং, খেলাধুলা করতো। এমনকি এই ক্লাবে কৃষি কর্মকর্তারাও এসে কৃষকদের সাথে আলোচনার মাধ্যমে কৃষি বিষয়ে পরামর্শ প্রদান করতেন। তাতে এলাকার কৃষকরা উপকৃত হতাম। এখন সেটি দখল হওয়াতে সেই সব সুবিধা থেকে বঞ্চিত হয়েছি আমরা। তাই কৃষকদের স্বার্থে হলেও ক্লাবটিকে দখল মুক্ত করে আগের অবস্থানে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনসহ বর্তমান সরকার বিনীত অনুরোধ করছি। তারা আরও বলেন, ক্লাবটির বিষয়ে ও দখল মুক্ত করতে গেলেই ভূমিদস্যু ও মামলাবাজরা আমাদের অনেকের নামে মিথ্যা মামলা করেছেন এবং নানা রকম হুমকি ধামকি দিয়েছে। তাই আমরা এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি। মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ