• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন

বন্যার্তদের সহায়তায় বশেমুরবি শিক্ষার্থীরা, পাশে দাঁড়িয়েছে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও

স্বাধীন ভোর ডেস্ক / ৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

মোঃ ফাহিম মুত্তাক্বীন পাটোয়ারী,বশেমুরবি 

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছে কিশোরগঞ্জর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সহায়তায় প্রায় ২ লক্ষ টাকার ত্রাণসামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে।গত শুক্রবার (২৩ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে। এরপর থেকে অফলাইনে এবং অনলাইনে টাকা উত্তোলন এবং  কাপড় সংগ্রহ করতে থাকে তারা। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের দোকানগুলো থেকে সাধারণ শিক্ষার্থীদের একাংশ গণসংযোগ চালিয়ে টাকা সংগ্রহ করে। অনলাইনের মাধ্যমেও প্রায় ৩৫ হাজার টাকা সংগ্রহ করে তারা।শিক্ষার্থীদের এমন উদ্যোগে পাশে দাঁড়িয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও। বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে ১ লক্ষ টাকা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ এবং এডমিন প্যানেল থেকে প্রায় ৪০ হাজার টাকা বন্যার্তদের মাঝে বিতরণের জন্য অনুদান দেয়া হয়।প্রাপ্ত অর্থ দিয়ে ত্রাণসামগ্রী বাবদ চিড়া, মুড়ি, গুড়, লাইটার, সাবান, ন্যাপকিন, খাবার স্যালাইন, পুরাতন কাপড় চোপড়, ঔষধ, খাবার পানি ইত্যাদি ক্রয় করে প্যাকেজিং করা হয় এবং সোমবার (২৬ আগষ্ট) কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বন্যাকবলিত এলাকায় পাঠানো হয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, আমরা বন্যাকবলিত আমাদের ভাই-বোন সহায়তার জন্য গত কয়েকদিন থেকে কর্যক্রম চালাই। এতে আমরা ব্যাপক সাড়া পাই। অনেকে অনেক ভাবে আমাদের সহায়তা করেছেন। বর্তমানে বশেমুরবি এর কয়েকটি দল বন্যাকবলিত এলাকায় কাজ করে যাচ্ছে এবং বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চালানোর পরিকল্পনা নিয়েও কাজ করছে একটি দল।বশেমুরবি এর উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, বানভাসী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং ভবিষ্যতেও আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম বা সহোযোগিতা চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ