• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

কুমিল্লা সদর দক্ষিণে ত্রাণ নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াতে ইসলাম

স্বাধীন ভোর ডেস্ক / ৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মানুষ। ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যায় ইতোমধ্যে পঁয়তাল্লিশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সদর দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় পনেরো শত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন কুমিল্লা জেলা জামায়াতের আমীর এডভোকেট মোঃ শাহ্জাহান।

এছাড়াও বন্যার শুরু থেকে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবারসহ এই উপজেলার দশ হাজার মানুষকে খাদ্য সহায়তা করেছে জামায়াতে ইসলাম। আগামী দিনেও জামায়াতের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দায়িত্বশীল নেতৃবৃন্দ। জেলা জামায়াত আমীর সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত্ব আহ্বান জানান।

ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন
সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর মোঃ মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমিন, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম তানভীর সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ