• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

বিরামপুরে “শাইখ স্পোর্টস লিজেন্ড সুপার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট” লিজেন্ড ক্রিকেট খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত

স্বাধীন ভোর ডেস্ক / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ভিক্টর স্পোর্টিং ক্লাবের আয়োজনে “শাইখ স্পোর্টস” এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘শাইখ স্পোর্টস লিজেন্ড সুপার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’এ অংশগ্রহণকারী দেড় শতাধিক লিজেন্ড ক্রিকেট খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বাদ মাগরিব বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ইসলামপাড়ার ঐতিহ্যবাহী আনসার মাঠে “শাইখ স্পোর্টস লিজেন্ড সুপার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট” এর লোগো এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি দলের লোগো উন্মোচন এর মাধ্যমে লিজেন্ড ক্রিকেট খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন ভিক্টর স্পোর্টি ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমান।এসময় উপস্থিত ছিলেন,ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এস এম কাদিরুজ্জামান প্রিন্স, কোষাধ‍্যক্ষ শাহিন কাদির, খেলার স্পন্সর শাইখ স্পোর্টস এর সত্ত্বাধিকারী নাসির উদ্দিন খন্দকার লিটন সহ ১২টি টিমের টিম মালিক ও টিমের স্পন্সরগনসহ টুর্নামেন্টের খেলোয়াড়বৃন্দ ও ক্লাবের সদস‍্যবৃন্দ।এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি দলের মাঝে ১শত ৮০ জন লিজেন্ড ক্রিকেট খেলোয়াড়দের নিলামের মাধ্যমে বন্টন করা হয়।এর আগে নির্ধারিত সময়ে মধ্যে ৩০ বছরের উপরে ক্রিকেট খেলোয়াড়দের ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে লিজেন্ড ক্রিকেট খেলোয়াড়দের তালিকায় নিবন্ধন করতে হয়েছে।এ টুর্নামেন্টে যাহারা নিবন্ধন করেছেন তাঁদের মধ্যে বেশিরভাগ চাকুরীজীবি, ব্যাবসায়ী,শিক্ষক,অবসরপ্রাপ্ত চাকুরীজীবি, সাবেক সেনা সদস্যসহ অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী রয়েছেন।এ নিলাম অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি টিমের টিম মালিকগণ লটারির মাধ্যমে খেলোয়াড় বাছাই করে তাদের টিম গঠন করেছেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি ক্রিকেট টিম হচ্ছে, এম আর ট্রেডার্স,সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘ,এন ব্রাদার্স, আয়াশ অরিয়র্স,আফিয়া ক‍্যাডেট কোচিং, হিরোজ অফ এইচএসকে, এফ স্পোর্টস,ভিক্টর টাইগার্স, থ্রি স্টার, তানিম স‍্যানেটারী সুপার কিং, পল্লবী লিজেন্ড ও শাইখ স্পোর্টস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ