• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

পরিস্কার পরিচ্ছন্ন নগরী গড়তে পরিচ্ছন্ন কর্মীদের সাথে মতবিনিময় করেন মসিকের নতুন প্রশাসক

স্বাধীন ভোর ডেস্ক / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ২১ আগস্ট, ২০২৪

এনামুল হক ছোটন,ময়মনসিংহ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে একটি পরিস্কার- পরিচ্ছন্ন নগরী হিসেবে নগরবাসীকে উপহার দিতে ৭২ ঘন্টা সময়ে আল্টিমেটাম দিয়েছিলো মসিকের নতুন প্রশাসক ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এরই প্রেক্ষিতে গতকাল বুধবার নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কর্মরত সকল ধরনের পরিচ্ছন্ন কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর নবনিযুক্ত প্রশাসক উম্মে সালমা তানজিয়া পরিস্কার পরিচ্ছন্ন নগরী গড়তে পরিচ্ছন্নতা কর্মীদের ভূমিকা তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি নগরীর ৩৩টি ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি এবং সমস্যার কথা জানতে চান এবং পরবর্তী দিনগুলিতে কিভাবে ৩৩ টি ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন একটি সুন্দর ওয়ার্ড হিসেবে তুলে ধরা যায় সে সম্পর্কে বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দেন। মতবিনিময় সভায় মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী সহ ৩৩ টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ