• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

বোচাগঞ্জ থানায় সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে আসামী করে মামলা

স্বাধীন ভোর ডেস্ক / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

লিখন বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ থানায় দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ ২৪ জন ও অজ্ঞাতনামা ৭৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বোচাগঞ্জ উপজেলার ছাত্র জনতার পক্ষে মোঃ ফয়সাল মোস্তাক (২৭) বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আসামীরা হলেনঃ ১। খালিদ মাহমুদ চৌধুরী(৫৫), ২। মোঃ আফসার আলী(৬১), ৩। মোঃ কাউসার(৪৫), ৫। মোঃ আব্দুস সবুর(৬০), ৬। মোঃ ইশান ইসলাম(৩৩), ৭। মোঃ শাহ জাহান(৩৫), ৮। মোঃ বাপ্পী সরকার(৩২), ৯। মোঃ সিমন ইসলাম(৩০), ১০। মোঃ নাসিরুল ইসলাম নয়ন(২২), ১১। মোঃ নিলয় ইসলাম(২২), ১২। মোঃ মেহেদী হোসেন(২২), ১৩। মোঃ রিয়াদ হোসেন(২২), ১৪। মোঃ নাইম ইসলাম(২৪), ১৫। মোঃ শাহনেওয়াজ সৌরভ(২৮), ১৬। মোঃ আশরাফুল ইসলাম আকাশ(২২), ১৭। মোঃ ছুটি(৬০), ১৮। মোঃ শাওন ইসলাম(২৮), ১৯। মোঃ হৃত্তিক হোসেন(২৪), ২০। মোঃ সমুদ্র ইসলাম(২৮), ২১। মোঃ সোহেল রানা(৪০), ২২। মোঃ আশরাফ আলী তুহিন(৩৯), ২৩। মোঃ আরাফাত হোসেন জনি(২৮), ২৪। মোঃ জাহাঙ্গীর আলম লিটন(৩৮) সহ অজ্ঞাতনামা আরো ৭০/৭৫ জন।এজহার ও মামলা সূত্রে জানা যায়, গত ১৮/০৭/২০২৪ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বোচাগঞ্জ উপজেলার সকল ছাত্র-ছাত্রী সেতাবগঞ্জ সরকারী কলেজ হতে শান্তিপূর্নভাবে মিছিল বের করলে, মিছিলটি সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে আসা মাত্রই ১নং ও ২নং আসামীদ্বয়ের নির্দেশক্রমে অন্যান্য আসামীরা পূর্বপরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা চালায় ও ছাত্রীদের পড়নের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়।উক্ত ঘটনার জেরে ১৭ আগস্ট রাত ১২ টা ১৫ মিনিটি বোচাগঞ্জ থানায় ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬(২)/১১৪/৩৪ দ্যা পেনেল কোড ১৮৬০; একই উদ্দোশ্য সাধনকল্পে বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারন ও গুরুত্বর জখম করতঃ শ্লীলতাহানী, প্রাণনশের ভয়ভীতি ও হুমকি সহ হুকুম দানের অপরাধে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ৩/৬০, তারিখ- ১৭/০৮/২০২৪ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ