• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

ষড়যন্ত্রকে রুখতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ইবি শিক্ষার্থীদের

স্বাধীন ভোর ডেস্ক / ২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

ইবি প্রতিনিধি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী ফ্যাসিবাদের প্রতিবিপ্লবের ষড়যন্ত্র রুখে দিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে । বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে পাশ্ববর্তী শেখপাড়া বাজার যায়। সেসময় শিক্ষার্থীরা, ” ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”-ইত্যাদি স্লোগান দেয়।
বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি শেখপাড়া বাজার থেকে আবারও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসে। পরে সেখানেই এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মখলেচুর রহমান সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, সাদিয়া মিম ও আব্দুল্লাহ আল নোমান। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মখলেচুর রহমান সুইট বলেন, ” যড়যন্ত্রকারীরা ১৫ আগস্টে টার্গেট নিয়ে দেশেকে ও বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে করতে চাই। এ বিজয় শুধু ছাত্রদের নই। এ বিষয় ছাত্র জনতার। দেশকে ষড়যন্ত্র করে অস্থিতিশীল করতে চাইলে ছাত্র-জনতা এক হয়ে রুখে দেবে। এদিকে ছাত্র সমাবেশ শেষে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ