• সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের রংতুলিতে সেজেছে দাউদকান্দি

স্বাধীন ভোর ডেস্ক / ৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষার্থীদের রংতুলিতে সেজেছে জনবহুল এলাকা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে দেয়ালে গ্রাফিতি এঁকে চলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের ছেলে–মেয়েরা এসব গ্রাফিতি আঁকছেন। রংতুলি হাতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন তাঁরা। শিক্ষার্থীদের এসব কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন এখানকার সচেতন মহল। সোমবার সরেজমিনে দেখা যায়, উপজেলার দাউদকান্দি পার্ক ও গৌরীপুর পার্কের দেয়ালে আঁকা হয় ছাত্র-জনতার আন্দোলনের গৌরবময় নানা গ্রাফিতি। রক্তাক্ত মানচিত্র, পতাকা, আঙুলের রক্তিম ছাপ ও নানান প্রতিবাদী শব্দ-সংবলিত বাক্য লেখা হয় দেয়ালে দেয়ালে। নতুন বাংলাদেশ, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব, ৩৬শে জুলাই, ৭১ দেখেনি ২৪ দেখেছি, জেন-জি, সহ বিভিন্ন প্রতিবাদী বাক্য ও স্লোগান চিত্রিত হয়। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা এতে অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, এসবের মধ্য দিয়ে আন্দোলনে শহিদদের স্মরণ করা হচ্ছে এবং বৈষম্য, সহিংসতা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ এবং মাতৃভূমিকে রক্ষার অঙ্গীকার করছি। দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান বলেন, “গ্রাফিতিতে প্রতিবাদ ছাড়াও আমাদের ইতিহাস ঐতিহ্য ফুটে উঠেছে, এগুলোকে অবশ্যই সাধুবাদ জানাই। দেশের ইতিহাস ঐতিহ্য বা আমাদের সংস্কৃতি যা আমাদের সঠিক পথ দেখায় বা উৎসাহিত করে এরকম যেকোন কিছুকেই আমরা স্বাগত জানাই।” এছাড়া গত কয়েকদিন যাবৎ উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড, দাউদকান্দি বিশ্বরোড, পৌরসদরসহ বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ