কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলা টিভি কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদারের গাড়ি ভাংচুর-আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। গত সোমবার (৫ আগস্ট) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া রাস্তার মাথায় এঘটনা ঘটে। এসময় গাড়িতে থাকা ভিডিও ক্যামেরা, ল্যাপটপ, গাড়ির কাগজপত্র, বাংলা টিভি প্রতিষ্ঠানের আইডি কার্ড, কিছু নগদ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানের সনদ সহ বেশ কিছু ডকুমেন্ট লুটপাট করে নিয়ে যায়।
এবিষয়ে আরিফুর রহমান মজুমদার বলেন, আমি একজন গণমাধ্যম কর্মী। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় আমি এই পেশায় নিয়োজিত আছি। আমি মূলধারার সাংবাদিকতা করি। আমার বাড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌদ্দগ্রামের ছুফুয়া এলাকা হওয়ায় আমার গাড়িটি সড়কের পাশে একটি তেলের পাম্পে(আল-আমীন পেট্রোল পাম্প) রাখি সব সময়। গাড়িটি সেখানে নিরাপদ বলেই রাখি। গত (৫ তারিখ) দুপুরে প্রতিদিনের ন্যায় একই জায়গা রেখে আমি বাড়ি যাই ঐদিন বিকেলে একদল চিহ্নিত দুর্বৃত্তরা এসে প্রথমে আমার গাড়িটিকে তেলের পাম্প থেকে চেচিয়ে মহাসড়কে নিয়ে যায়। তাদের হাতে থাকা লাঠি সোটা, অস্ত্র দিয়ে পিটিয়ে ভেঙ্গে ফেলে এবং আগুন ধরিয়ে দেয়। আমি আসামিদের দ্রুত বিচার দাবি করছি।